Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর সমুদ্র থেকে মানবপাচারকারী চক্রের ৬ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২২ ২০:৩০

কক্সবাজার: কক্সবাজারে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশি পিস্তল, ২টি থ্রিকোয়ার্টার গান, ৪ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ১টি স্যাটালাইট ফোন, ১টি কম্পাস, ১টি জিপিএস, ১৬টি মোবাইল ও একটি ট্রলার।

শনিবার (১৬ এপ্রিল) বঙ্গোপসাগরের নাজিরারটেকচ এলাকার গভীর সমুদ্রে থেকে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়।

বিকেলে র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, মেজর শেখ মোহাম্মদ ইউসুফ। তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমও

আটক কক্সবাজার গভীর সমুদ্র মানবপাচারকারী চক্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর