বিএনপি নেতারা শুধু লুটপাট করে গেছে: বস্ত্র ও পাটমন্ত্রী
১৬ এপ্রিল ২০২২ ২১:০৫
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বিএনপি নেতারা খালি লুটপাট করে গেছে। তারা বিদ্যুতের উন্নয়ন করে নাই। রাস্তাঘাটের উন্নয়ন করে নাই। স্কুল, কলেজ, মাদরাসার উন্নয়ন করে নাই। তখন মানুষ রমজান মাসে ইফতার করছে তারাবি নামাজ পড়ছে মোমবাতি, হারিকেন জ্বালিয়ে। এখন বিদ্যুৎ যায় না, তারাবি নামাজের সময় হারিকেন লাগে না।’
শনিবার (১৬ এপ্রিল) বিকালে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী অডিটোরিয়ামে তারাবো পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিএনপি মাঠে নেমে কয় আওয়ামী লীগ কি উন্নয়ন করলো? আপনারা কি চোখে দেখেন না আওয়ামী লীগ কি করছে। জনগণ আপনাদের কে আওয়ামী লীগের উন্নয়ন দেখাবে। আর আপনারা (বিএনপি নেতারা) যখন ক্ষমতায় ছিলেন তখন কি করেছেন? জনগণ আপনাদের উন্নয়ন দেখতে চায়। নির্বাচিত হওয়ার আগে মানুষের মন জয় করতে হয়।’
দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আবারও ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশে সব সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যদি আমরা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে পারি তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাই সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
দলীয় নেতাকর্মী ও তারাবো পৌরবাসীর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘চোখে আঙ্গুল দিয়ে বিএনপি নেতাদের দেখিয়ে দেবেন এই উন্নয়ন আওয়ামী লীগ সরকার করছে। আপনারা (বিএনপি নেতারা) আগে উন্নয়ন দেখান তারপরে ভোট চাইবেন। আওয়ামী লীগের উন্নয়নের সুফল বিএনপি নেতাকর্মীরাও ভোগ করছে। নৌকায় ভোট দিলে সাধারণ মানুষের উপকার হয়। নৌকার প্রতি সাধারণ মানুষের দরদ আছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। মেয়র হাছিনা গাজী বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন পূরণে উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
তারাবো পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ সাউদের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহেরসহ অনেকে।
সারাবাংলা/এমও