Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগ্ন ছবি ছড়িয়ে দিলো প্রেমিক, কলেজছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২২ ২২:৩২

নড়াইল: নড়াইলের কোটাকোল ইউনিয়নে কলেজছাত্রীর নগ্ন ছবি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় লজ্জা, ভয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌস বর্ষা (১৯) নামের ওই শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে নিজ বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।

শনিবার (১৬ এপ্রিল) সরেজমিনে জানা যায়, জান্নাতুল ফেরদৌস বর্ষা খুলনার বয়রা মহিলা কলেজের ছাত্রী, সে এ বছর এইচএসসি পাস করেছে।

বিজ্ঞাপন

নিহত জান্নাতুল ফেরদৌস বর্ষার পরিবার সূত্রে জানা যায়, মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের থান্দারপাড়ার শহিদুল থান্ডারের ছেলে তাসরিফ থান্ডারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সর্বশেষ ১৪ এপ্রিল বৃহস্পতিবার তাসরিফ মোবাইল ফোন থেকে বর্ষার কিছু অশ্লীল ছবি তার বান্ধবীদের ফোনে দেয়। তখন বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে লজ্জায় আত্মহত্যা করে সে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/এমও

কলেজছাত্রীর আত্মহত্যা নগ্ন ছবি প্রেমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর