Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৩:৪৯

বরিশাল: ডাকাতির প্রস্তুতিকালে বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রাম থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের আতাউর রহমান (৪২)।

রোববার (১৭ এপ্রিল) সকালে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দক্ষিণ পালরদী গ্রামে ডা. সমীর চাকলাদারের বাড়ির বাঁশ বাগানে অভিযান চালিয়ে নুরুজ্জামান কাজী ও আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

ডাকাতির প্রস্তুতি

বিজ্ঞাপন
সর্বশেষ

আরো

সম্পর্কিত খবর