Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরমা হাওরে ঢুকছে ঢলের পানি, ঝুঁকিতে ২ হাজার হেক্টর জমির ফসল

আল হাবিব, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৪:৩৭

সুনামগঞ্জ: উজানের মেঘালয় ও চেরাপুঞ্জির ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

রোববার (১৭ এপ্রিল) সকালে হাওরের পাড় (কান্দা) উপচে তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার হাওরে ঢলের পানি ঢুকতে শুরু করেছে। এতে হাওরের ২ হাজার হেক্টর জমির ফসল ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় কৃষকরা জানান, এটা নতুন কোনো বাঁধ নয়, হাওরের পুরনো স্থায়ী বাঁধ। শনিবার রাতে হাওরে ব্যাপক পানির চাপ সৃষ্টি হয়। পরে রোববার সকালে বাঁধ উপচে পানি ঢুকতে শুরু করে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ারসংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।

তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বলেন, হাওরের ফসল রক্ষায় গত ১৫ দিন ধরে লড়াই করছি। কৃষক, জনপ্রতিনিধি, প্রশাসন, পাউবো কর্মকর্তা সবাই মিলে হাওরের বাগমারা এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধটি সংস্কারের কাজ করছি। দিনরাত সেখানে অবস্থান করছি আমরা। বাঁধটি এখনো টিকে আছে। কিন্তু দ্বিতীয় দফা পাহাড়ি ঢলে পানির ব্যাপক চাপ বেড়ে রোববার সকাল থেকে হাওরের উঁচু স্থান দিয়ে উপচে পানি ঢুকছে। আমরা পানি আটকানোর চেষ্টা করছি। লোকজন কাজে নেমেছেন। আজ পানির চাপ কমার কথা। আশা করি ফসল রক্ষা পাবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে সুরমা নদীর পানির উচ্চতা রোববার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় ছিল পাঁচ দশমিক ৮৭ মিটার। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। এছাড়া জেলার সীমান্তবর্তী যাদুকাটায় এই সময়ে পানি বেড়েছে ৭১ সেন্টিমিটার, পাটলাই নদে ৪৩ সেন্টিমিটার। সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

গুরমা হাওর সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর