Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা অধ্যক্ষ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৬:২১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৮:২০

নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে এক মাদরাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আমানুল্লাহপুরের জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষকের নাম আবু আবছার মো. মিজানুর রহমান। তিনি উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা এবং জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ।

পুলিশ জানায়, গত ফেব্রুয়ারি মাসে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে আটক শিক্ষকের বিরুদ্ধে। গত দুই দিন আগে আটক অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নির্যাতন এবং মসজিদের জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। এরপর প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তাকে আটক করে।

বেগমগঞ্জ সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ মাদরাসা অধ্যক্ষ আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর