Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাহেদের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ১৬:৫৮

ঢাকা: রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

রোববার (১৭ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। আগামী ২০ মে মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।

এসময় বিচারক অভিযোগ পড়ে শোনালে সাহেদ কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচার চান।

জানা যায়, ২০২১ সালের ১ মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে অবৈধভাবে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।

সারাবাংলা/এআই/এসএসএ

সাহেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর