Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারেন্ট জাল কারখানায় অভিযানে গিয়ে হামলায় আহত ৭ পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৩:৫৭

মুন্সীগঞ্জ: সদর উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার সময় জাল কারখানার মালিক ও আশপাশের লোকজনের হামলায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিপাথর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার জন্য ইউপি সদস্য ইমরান মেম্বারের কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানার মালিক ইমরান মেম্বার ও তার ভাই সম্রাট মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৫শ লোক জড়ো করে পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশের ৭ সদস্য আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান বলেন, এই ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এসএসএ

কারেন্ট জাল কারখানা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর