Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁধ ভেঙে তলিয়ে গেল আরও ২ হাওর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৪:৩৭

সুনামগঞ্জ: বোরো ধানের ভাণ্ডার হিসেবে খ্যাত সুনামগঞ্জের হাওরগুলোতে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। এর মধ্যেই, রোববার (১৭ এপ্রিল) বিকেলে তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার হাওরের বাঁধ ভেঙে গলগলিয়া হাওরের প্রায় ৩০০ হেক্টর ও রাতে দিরাই উপজেলার হুরামন্দিরা হাওরের বাঁধ ভেঙে আরও ৩০০ হেক্টর জমির ফসল ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। তবে, কৃষি বিভাগ দাবি করছে দুই হাওরে ৪০০ হেক্টর জমি তলিয়েছে।

এদিকে, সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে ৫.৯৪ মিটারে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এছাড়াও, বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে রয়েছে ফসলরক্ষা বাঁধ। ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় কাজ করছে জনপ্রতিনিধি, প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় কৃষকরা। বাঁধ ভাঙার ভয়ে পাকা ও আধা পাকা ধান কাটছেন কৃষকেরা। হাওরের পাকাধান দ্রুত কেটে ফেলতে কৃষকদের অনুরোধ জানিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী জেলায় দুই লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমি চাষাবাদ হয়েছে। এর মধ্যে ছয়টি উপজেলার ১৭টি হাওরের সাড়ে পাঁচ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ৫১ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষকদের পাশাপাশি ৫২৫ টি কম্বাইন্ড হারভেস্টার দিয়ে হাওরে ধান কাটা হচ্ছে।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, ইতোমধ্যে সুনামগঞ্জের হাওর এলাকায় ৫০ হাজার ৯শ ৯৫ হেক্টর ধান কাটা হয়েছে।

সারাবাংলা/একেএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর