Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৭:০৯

ঢাকা: দেশে ‘অক্টোপাসের মতো দম বন্ধ করা পরিবেশ’ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ এপ্রিল) গুলশানে লেকসোর হোটেলে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ১০ বছরপূর্তি উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে প্রতিদিন নিজেদের অধিকার নিয়ে মানুষ কথা বলার চেষ্টা করছে, বলতে পারছে না। চারদিকে একটা ভয়াবহ অক্টোপাসের মতো দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে। আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলরের মধ্য দিয়ে দানব সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট তৈরি করতে।’

‘আসুন দেশকে রক্ষা করবার জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, গণতন্ত্র এবং গুম হয়ে যাওয়া সন্তানদের ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি, আন্দোলন করি। একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসি, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে কোনো মা কাঁদবে না, কোনো সন্তান তার বাবাকে খুঁজবে না, এই পরিবেশ আমরা তৈরি করি’—বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘যারা গুম হয়ে গেছেন আমি জানি না তারা আমাদের কাছে ফিরে আসবে কিনা। আমরা প্রতি মুহূর্তে প্রার্থনা করি, তারা (গুম হওয়া) যেন ফিরে আসেন। আমাদের গুম হয়ে যাওয়া পরিবারগুলোর স্বজনদের কথায় আমরা কষ্ট পেলেও অনুপ্রাণিত হই। তারা যে ত্যাগ স্বীকার করেছেন, এখনো করে যাচ্ছেন সেটা আমাদেরকে সাহস যোগাবে এবং আমরা সামনের দিকে আরো এগিয়ে গিয়ে সফল হতে পারব।”

বিজ্ঞাপন

গুম হওয়া পরিবারের পাশে বিএনপি থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রত্যেকটি গুম হওয়া পরিবারের খবর রাখেন। আমাদের মানবাধিকার সেল চেষ্টা করে বিষয়টাকে আন্তর্জাতিক মহলে নিয়ে এসে কাজ করার জন্যে।’

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে বসেছি। গুম পরিবারের সদস্যদের সাত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই, তাদের প্রতি কীভাবে আমরা সহানুভূতি প্রকাশ করব, তার ভাষাও আমাদের কাছে নাই। গুম করে নানা নির্যাতন করা এমনকি থানায় জিডি পর্যন্ত করতে দেয় নাই। আজকে কিন্তু এই বিষয়গুলো আর গোপন থাকে নাই। গুম হওয়া পরিবারে কান্নায় আমরা ভাষাহীন।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে বর্তমানে এই স্বৈরাচারি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। এই কান্নার শেষ দেখতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। আর এটা করতে হলে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক সকল জনগণ, ব্যক্তি, দলকে ‘সরকার হটানোর ইস্যুতে’ ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে এদেশে কারও কান্না থামবে না।’

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এতোগুলো বছর পরে এটাই হলো সত্য যে, আমরা সিন্দাবাদের দ্বৈত্যের চাইতে নিষ্ঠুর একটা দ্বৈত্যকে কাঁধে নিয়ে চলছি। না নিয়েও উপায় নেই। আমরা যদি অনেক জোরে কাঁধ ঝাঁকি দেই উনি পড়েন না, আমরা যেরকম করেই চেষ্টা করছি উনি যাচ্ছেন না।’

‘ভাববার বিষয়। তখনই বলেছিলাম, মাফ চেয়ে, হাত বদল করে যত মিনতি করেন এরা আপনাদের হারানো স্বজনদের ফিরিয়ে দিতে পারবেন না। কারণ, ওরা তো নিজেরাই নিয়ে গেছে এবং নিয়ে যে গেছে, এর পেছনে লক্ষ্য ছিলো একটাই তাদের রাজনীতি, তাদের দল, তাদের ক্ষমতা পাকাপোক্ত  করবে’, বলেন মাহমুদুর রহমান মান্না।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা এমন একটা সময় যখন ক্ষমতাসীনরা চূড়ান্ত বিপদের মধ্যে। ওরা একদিকে আপনাদেরকে স্টিক দেখাবে, আরেক দিকে ক্যারেড দেখাবে। ইংরেজীতে যেমন বলে স্টিক অ্যান্ড ক্যারেড পলিসি- ঠিক এরকম চেষ্টা করবে। আপনাদেরকে ধমক দেবে আবার ওইদিকে নির্বাচনের টোপ দেবে।’

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণ-অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভেকেট আসাদুজ্জামান আসাদ।

গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা, সাইদুর রহমানের বাবা শফিকুর রহমান, মাজহারুল ইসলাম রাসেলের ভাই মশিউর রহমান লোটাস, পারভেজ হোসেনের ছোট মেয়ে আদিবা হোসেন হৃদি, নুরুজ্জামান রনির স্ত্রী মনিসা, মনির হোসেনের ভাই ওবায়দুল্লাহ হোসেন তাদের মনবেদনা ও আকুতির কথা তুলে ধরেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, শাহজাদা মিয়া, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সাহিদা রফিক, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক মামুন আহমেদ, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, মীর হেলাল, ফরিদা ইয়াসমীন, আবেদ রাজা প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসএসএ

মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর