Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওর এলাকায় রাস্তাঘাট করা যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৮:০৩

ঢাকা: হাওর এলাকায় রাস্তাঘাট করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সেতু) নির্মাণের নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (১৮ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন এখন থেকে হাওর এলাকায় নতুন করে রাস্তাঘাট করা যাবে না। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, হাওর এলাকায় এখন যে রাস্তাগুলো আছে, সেগুলোতে এক-দেড় কিলোমিটার পরপর ব্রিজ করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

হাওর এলাকা

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর