‘মোটরসাইকেল ঋণ’ অর্থায়নের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। সই হওয়া সমঝোতা চুক্তি অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তারা টিভিএসের মনোনীত শোরুম থেকে আগ্রহী গ্রাহকদের ঋণ আবেদন নেবেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করবেন।
প্রিমিয়ার ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী প্রিমিয়ার ব্যাংক ও টিভিএস উভয়ই আরও ব্যবসার সুযোগ তৈরি করতে যৌথভাবে কাজ করবে। এর পাশাপাশি পিবিএল গ্রাহকরা টিভিএস অটো থেকে বিশেষভাবে ডিজাইন করা অফারও পেতে পারেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা কাজী আহসান খলিল; এসইভিপি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান শামীম মুর্শেদ; ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন প্রধান মো. তারেক উদ্দিন; ইভিপি ও আইটি প্রধান মো. মাশুকুর রহমান; এফভিপি ও রিটেইল বিজনেস প্রধান এস এম সালেহ উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হুসাইন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায়।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল বলেন, আমাদের শাখা ও উপশাখার মাধ্যমে এই সেবা নেওয়া যাবে। টিভিএসের মনোনীত শোরুমে আমাদের অফিসাররা সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং বাইক কিনতে প্রয়োজনীয় অর্থায়নে দ্রুত সেবা দেবেন।
অনুষ্ঠানে বিপ্লব কুমার রায় বলেন, বাংলাদেশে মোটর বাইক ব্যবসার ব্যাপক সুযোগ রয়েছে যা দিন দিন বাড়ছে। বিশাল ব্যবসার সুযোগ বিবেচনা করে এই চুক্তিটি ভবিষ্যত বাজার দখলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি।