আদালতে পরীমনি, নাসির-অমির বিরুদ্ধে চার্জশুনানি আজ
১৯ এপ্রিল ২০২২ ১১:১৫
ঢাকা: মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা নিজ মামলার শুনানিতে আদালতে উপস্থিত হয়েছেন পরীমনি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটির চার্জশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিন সকাল পৌনে ১০টার দিকে পরীমনি আদালতে হাজির হন। কিছুক্ষণের মধ্যে চার্জের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
এই মামলার তিন আসামিই জামিনে আছেন। তারা হলেন- নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম।
গত ৬ বছরের সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
জানা যায়, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।
সারাবাংলা/এআই/এমও