Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমার সঠিক বিচার লাগবে: পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১৩:৪৭

ঢাকা: চিত্রনায়িকা পরীমনি বলেছেন, ‘আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমার সঠিক বিচার লাগবে। সঠিক বিচার চাই। যেকোনো পর্যায়ে আমি লড়ে যাবো।’

মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। শুনানি শেষে আদালত আসামিদের বিচার শুরু হবে কি না সেই বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ মে তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এদিন সকালে পরীমনি আদালতে হাজির হন। শুনানি শেষে আদালতে থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরীমনি।

পরীমনি বলেন, ‘আমি যদি আদালতে দাঁড়িয়ে কথা বলতে না পারি, তাহলে কথাটা বলবো কোথায়। আমি একথাই বলছিলাম। সবাই আমাকে চুপ করার চেষ্টা করছিল। একজন রেপিস্ট যদি খোলা আকাশে-বাতাসে ঘুরে বেড়ায় তাহলে আর্জি আর কি হবে?’

পরীমনির মামলায় নাসির-অমির বিরুদ্ধে চার্জ শুনানি শেষ

 

 

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু শুরু থেকে মিডিয়াতে একটা কথায় বলেছিলাম (ঘটনার ৫ দিন পরে) আমার কথা আর কোথায় বলবো? তখন আমি সাহায্য নিলাম টোটাল মিডিয়ার। আমার সাথে রাতে (বোট ক্লাবে) যে ঘটনা ঘটলো। এরপর আমি কিন্তু থানায় চলে গেলাম। কিন্তু থানা থেকে আমি কোনো ধরনের হেল্প পাইনি। থানায় গিয়ে প্রথমে ট্রিটমেন্ট চেয়েছিলাম। কিন্তু আমাকে হেল্প করেনি। সেই জিনিসগুলো ডে বাই ডে আপনারা কিন্তু সবাই জানেন। আসলে আমি যে বলতে বলতে এতদূর এলাম আদালত পর্যন্ত। আদালতও যদি আমার কথা না শোনেন তাহলে আমি কই বলবো? আমার আইনের ওপর একদম পুরোপুরি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে। যার জন্য আমি আদালতে দাঁড়িয়ে কথাগুলো বলেছি। আমি স্যোশাল মিডিয়া, থানা থেকে শুরু করে যা যা হয়েছে, যেখানে যেখানে কথা বলেছি আমার ফাইনাল কথা বলা তো আদালতে দাঁড়িয়ে আমি সেখানে বলেছি। আমার বিশ্বাস আমি ন্যায়বিচার পাবো।’

বিজ্ঞাপন


আদালতে আসার বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, ‘আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমার সঠিক বিচার লাগবে। সঠিক বিচার চাই। সেটা আমার শরীর হোক আর যাই হোক। যেকোনো পর্যায়ে আমি লড়ে যাবো।’

এর আগে আদালতের এজলাসে দাঁড়িয়ে পরীমনি বলেন, ‘বোট ক্লাবে রেপ করার জন্য তাদের (আসামিদের) কোনো রুমের প্রয়োজন হয় না। ফোন করলেই ক্লাবে লাইট বন্ধ হয়ে যায়। তারা যেকোনো মেয়ের ওপর খোলা মাঠে ইচ্ছামতো ঝাঁপিয়ে পড়ে। ওখানে কোনো কন্ট্রোল নেই। তারা আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। রুমের লাইট, ফ্যান অফ করে হত্যার চেষ্টা করে।’

সারাবাংলা/এআই/এমও

অন্যায়ের বিরুদ্ধে টপ নিউজ পরীমনি সঠিক বিচার

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর