Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি করপোরেশনকে নিজস্ব আয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১৫:১৫

ঢাকা: সিটি করপোরেশনকে নিজস্ব আয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ঢাকার দিকে (সরকারের) তাকিয়ে থাকলে চলবে না। এখন আপাতত প্রকল্প দেওয়া হলেও অবকাঠামোগতভাবে এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।’

মঙ্গলবার (১৯ এপ্রিল) একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে বলেছেন। ড্রেনেজের পানি সরাসরি নদীতে না ফেলা, সিইটিপি স্থাপন করার কথাও বলেছেন।’

বিজ্ঞাপন

এছাড়া ‘শি পাওয়ার’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘হার পাওয়ার’ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শীতকালে যখন বেশি দুধ উৎপাদন বেশি হয়, তখন গুঁড়ো দুধ অথবা বিকল্প খাদ্য তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘দুধের বিকল্প ব্যবস্থা বাড়তে কারিগরি সহায়তা দেওয়া হবে।’

উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন তৈরি এবং বহাদ্দার হাটের খাল খনন প্রকল্পটি এবারই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এটা যাতে আর সংশোধনের জন্য না আসে।’


এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করছে। ফলে এর প্রভাব সারা দেশে ছড়িয়ে গেছে। গাড়ি-ঘোড়া বাড়ছে, প্রবৃদ্ধি হচ্ছে। ফলে এর প্রভাব দামে মানে বাজারে বাজারে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। একটু সহ্য করতে মেট্রোরেল হলে যানজট কমে যাবে।’

তিনি আরও বলেন, ‘রূপপুর প্রকল্প, গোমতি, শীতলক্ষ্যা বিজ নির্মাণ এবং মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প দাম ও মেয়াদ না বাড়িয়ে বাস্তবায়ন হচ্ছে। তেমনি কিছু প্রকল্প আছে যেগুলো দীর্ঘ দিনে শেষ হচ্ছে না।’

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, ব্যক্তিগত দুর্নীতি আছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নেই। আবার ব্যক্তিগত দুর্নীতিকে সরকার দমন করছে। সেটিও দূর করার চেষ্টা করা হচ্ছে।

সারাবাংলা/জেজে/এমও

নিজস্ব আয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর