Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪৫.৫৬ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১৫:৪৮

ঢাকা: চলতি ২০২১-২২ অর্থবছরের নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪৫ দশমিক ৫৬ শতাংশ। এ সময় ব্যয় হয়েছে ৯৮ হাজার ৯৩৪ কোটি ৯২ লাখ টাকা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) আইএমইডি’র এসব তথ্য তুলে ধরা হয় একনেক বৈঠকে। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত অর্থবছরের একই সময়ে (জুলাই-মার্চ) এডিপির বাস্তবায়ন ছিল ৪১ দশমিক ৯২ শতাংশ। ওই সময়ে ব্যয় হয়েছিল ৮৭ হাজার ৭৩৫ কোটি ৫১ লাখ টাকা। গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে নয় মাসে ৩ দশমিক ৬৪ শতাংশ বেশি এডিপি বাস্তবায়ন হয়েছে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘করোনা মহামারির মধ্যেও সরকার, প্রকল্প সংশ্লিষ্ট এবং মেহনতী মানুষের পরিশ্রমের কারণে এডিপির বাস্তবায়ন বেড়েছে।’

এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেজে/পিটিএম

একনেক এডিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর