ঢাকা: ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজ-৩২৩৯) একটি ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে সিলেটে অবতরণ করতে পারেনি বলে জানা গেছে।
মঙ্গলবার ( ১৯ মার্চ) রাতে এই ঘটনা ঘটে বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক দায়িত্বশীল ব্যক্তি সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বাংলাদেশ বিমানের ফ্লাইটটির সিলেট থেকে যাত্রী নিয়ে সৌদি যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি আকাশে ৪০ মিনিট উড়ার পর আবার ঢাকায় ফিরে আসে। কারণ বিমানটি সিলেট বিমানবন্দরের আগে থেকেই বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে। পরে কোনোভাবেই বিমানটির পক্ষে সিলেট যাওয়া সম্ভব হয়নি। ফলে বিমানটি আবার ঢাকায় ফিরে আসে।
এদিকে শাহজালাল বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিমানের বিজি-৩২৩৯ ফ্লাইটটি ঢাকা থেকে রাত ১১টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে উড্ডয়ন করে। সিলেট থেকে যাত্রী নিয়ে সৌদি আরবের রিয়াদে যাওয়ার কথা ছিল বিমানটির।