Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ০৯:৪৮

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বেশাইনখান শহিদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিজের ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের মারধরে নিহত হয়েছেন শাহআলম হাওলাদার (৫৫)।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বেশাইনখান বাজারে এ ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক এস কে বড়াল জানান, শাহআলমকে মৃত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। তার দেহে দৃশ্যমান বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

জানা গেছে, সোমবার ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শাহআলম হাওলাদার অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর বলেন, ‘লাশের ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাবে না।’

নিহতের ছেলে রাকিব হাওলাদার বলেন, ‘নির্বাচনে আমার বাবা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। সেই রেশ ধরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষরা বেশাইনখান বাজারের সামনে আমার ওপর হামলা চালায়। বাবা আমাকে ধরতে গেলে ওরা বাবাকে কিল ঘুষি মারে। মুহূর্তেই বাবা মাটিতে লুটিয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’

নিহত শাহআলমের ছোট ভাই নুরুজ্জামান বলেন, ভাইয়ের ছেলেকে যখন প্রতিপক্ষরা মারধর করছিল, তখন আমার ভাই থামাতে গিয়েছিলেন। পারিবারিকভাবে সিদ্ধান্তের পর আমরা ভাই হত্যার বিচার দাবিতে আইনের আশ্রয় নেবো।

নিহত শাহআলমের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

ঝালকাঠি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর