Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কাকে আরও ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২২ ১৮:৫৯

দেউলিয়া শ্রীলঙ্কাকে জ্বালানি তেল-গ্যাস কিনতে আরও ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে ভারত। বুধবার (২০ এপ্রিল) শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পিরিস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএমএফের সহায়তা আমাদের কাছে আসতে প্রায় ছয় মাস সময় লাগবে এবং এটি ধাপে ধাপে আমরা পাব। এই মধ্যবর্তী সময়ের জন্য জনগণকে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার জন্য আমাদের তহবিল খুঁজে বের করতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কা ইতিহাসের ভয়াবহতম সংকট পার করছে। দেশটিতে ডলার সংকটে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি প্রায় শূন্যের কোঠায়। গত সপ্তাহে শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করে সরকার। এমন অবস্থায় জ্বালানি আমদানির জন্য এর আগে শ্রীলঙ্কাকে ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছিল ভারত। এবার আরও ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে দেশটি।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর