‘আজই মারিওপোল দখল করবে রাশিয়া’
২১ এপ্রিল ২০২২ ১৩:১৫
ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলের নিয়ন্ত্রণ বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুশ বাহিনীর হাতে চলে যাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। এই কাদিরভের অধীনস্ত বাহিনীগুলোও ইউক্রেনে রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করছে।
এদিকে, মারিওপোলের শেষ প্রধান শক্তিকেন্দ্র আজভস্তাইল ইস্পাত কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনীয় সেনা ও বেসামরিকদের সরিয়ে নিতে ইউক্রেনের আলোচনার প্রস্তাব পাওয়ার পর রুশ মিত্র বাহিনী এরকম আত্মবিশ্বাসী মন্তব্য করল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুপুরের আগে বা পরে আজভস্তাইল পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন কাদিরভ। এমনটি হলে আট সপ্তাহ আগে ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়ার দখলে যাওয়া সবচেয়ে বড় শহর হবে মারিওপোল।
যদিও এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
বুধবার (২০ এপ্রিল) কয়েক ডজন বেসামরিক নাগরিক দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডনব্যাসের এ বন্দরনগরী ছাড়তে পেরেছেন। ছোট একটি বাসবহরে করে তারা শহর ছেড়েছেন।
অন্যদিকে, বুধবার ভোররাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনীয় এক মেরিন কমান্ডার মেজর সেরহি ভোলেনা জানিয়েছেন, আজভস্তাইল ইস্পাত কারখানায় যোদ্ধারা বেশিক্ষণ নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না। সেখানে যোদ্ধাদের পাশাপাশি প্রায় এক হাজার বেসামরিক নাগরিকও আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
অপরিকে, ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশটির ৫০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে এবং দেশটির শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সারাবাংলা/একেএম