Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১৩:৩৪

রাঙ্গামাটি: কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে ‘ভারসাম্যহীন’ অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার নৌ-বাহিনী সড়কে হাতির পায়ে পিষ্ট হয়ে এ নারী মারা যান।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই নৌ-বাহিনী সড়কের আশেপাশ এলাকায় সন্ধ্যার পর বুনো হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং অনেক সময় সড়কে অবস্থান নিয়ে থাকে। বুধবার রাতে মানসিক ভারসাম্যহীন ওই নারী হাতির সামনে পড়লে হাতি তাকে প্রচণ্ডভাবে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে, অজ্ঞাত পরিচয়ের এই নারীর মৃত্যুর পর রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কর্মীরা।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহীনুর রহমান জানান, যেহেতু এটি একজন মানসিক ভারসাম্যহীন নারীর লাশ, তাই আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবো।

সারাবাংলা/এসএসএ

কাপ্তাই

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর