Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় পাপুলের শ্যালিকা জেসমিনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১৯:১০

ঢাকা: লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান দুদকের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জেসমিন প্রধান।

তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহীনুর ইসলাম। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

২০২০ সালের ১১ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে পাপুলসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের পাঁচটি হিসাবের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত মানিলন্ডারিং হয় ১৪৮ কোটি টাকা।

অথচ মাত্র বয়স ২৩ বছর বয়সী জেসমিনের নিজের আয়ের উৎস নেই। অন্যদিকে, এফডিআর হিসাবের ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার উৎস শ্যালিকা জেসমিন দাখিল করতে পারেননি।

মামলাটি দায়েরের পর ওই বছরের ২৭ ডিসেম্বর সেলিনা ইসলাম ও ওয়াফা ইসলাম আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন।

সারাবাংলা/এআই/এমও

জেসমিনের জামিন দুদকের মামলা পাপুলের শ্যালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর