Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার অনুরোধ বিজিএমইএ’র

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১৯:২৯

ঢাকা: পোশাক কারখানায় দিনে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে বিজিএমইএ’র সহসভাপতি শহিদউল্লাহ আজিম, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ, পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম বেঞ্জামিন রিয়াজি উপস্থিত ছিলেন।

এসময় শিল্পের স্বার্থে ১৫ দিনের জন্য শিল্প ইউনিটে প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান ফারুক হাসান। তিনি পোশাক ও টেক্সটাইলসহ রফতানিমুখী শিল্পে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার অনুরোধ জানান, যেন কারখানাগুলো পূর্ণ সক্ষমতা ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে।

বিজিএমইএ নেতারা কোভিড-১৯ মহামারি মোকাবিলা করে শিল্পের পুনরুদ্ধারের বর্তমান পরিস্থিতি প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

ফারুক হাসান বলেন, কোভিড-১৯ সংকটের মধ্যেও বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকরা শিল্পের সক্ষমতা ধরে ও সময়মতো পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার কারনে বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের প্রতি আরও আস্থাশীল হয়েছে। এ কারণে বাংলাদেশে ক্রয়াদেশ বাড়ছে।

তিনি বলেন, পোশাক শিল্প দেশের মোট রফতানি আয়ে ৮২ শতাংশের বেশি অবদান রেখে, লাখো মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করে এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ পোশাক শিল্পকে আগামি দিনে প্রবৃদ্ধি ধরে রাখতে সাহায্য করবে এবং পোশাক শিল্পের উন্নয়ন মানে আরও রফতানি আয়, আরও কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে বাংলাদেশের আরও উন্নয়নে ভূমিকা রাখবে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

কারখানায় গ্যাস রেশনিং গ্যাস সরবরাহ পোশাক খাত বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর