Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাবতলীতে তেল পাম্পে দুর্ঘটনায় গ্রিল মিস্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ২২:২০

ঢাকা: রাজধানীর দারুসসালামের গাবতলী এলাকায় একটি তেল পাম্পের নির্মাণাধীন একতলা টিনসেড ভবন থেকে পড়ে আলমগীর হোসেন (৫০) নামের এক গ্রিল মিস্ত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকাল ৫টার দিকে গাবতলী ট্রেড কনসোটিয়াম তেল পাম্পে এই ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীর হোসেনের ছেলে মো. জুম্মান হোসেন জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার সন্ন্যাসীপুর গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর রায়েরবাজার বাড়ৈইখালি এলাকায় ভাড়া থাকতেন। সকাল থেকে গাবতলীর ওই তেল পাম্পে কাজ করছিল বাবা। বিকালে সংবাদ পাই একতলা থেকে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওই তেল পাম্পের ক্যাশিয়ার দুলাল হোসেন জানান, গাবতলী তেলের পাম্পে টিনসেড একতলা ভবনের টিন লাগানোর কাজ করছিল ওই ব্যক্তি। সেখান থেকে অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হয় আলমগীর। তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

গাবতলী গ্রিল মিস্ত্রী গ্রিল মিস্ত্রীর মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর