Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাকসহ ৭০৩টি কারখানায় বোনাস পরিশোধ

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ২২:১৯

ফাইল ছবি

ঢাকা: তৈরি পোশাকসহ দেশের ৭০৩টি শিল্প কারখানায় ইদের বোনাস দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বোনাস পরিশোধের হার ৭ দশমিক ৬৬ শতাংশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) শিল্প পুলিশের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সে হিসাবে ৯২ দশমিক ৩৪ শতাংশ কারখানার শ্রমিকরা এখনো বোনাস পাননি।

প্রতিবেদন থেকে জানা গেছে, শিল্প খাতের ৯ হাজার ১৭৭টি কারখানার মধ্যে এখন পর্যন্ত বোনাস দেওয়া হয়েছে ৭০৩টি কারাখানায়। এই হার ৭ দশমিক ৬৬ শতাংশ। এখনো বোনাস পরিশোধ করা হয়নি ৮ হাজার ৪৭৪টি কারখানায়। অর্থাৎ ৯২ দশমিক ৩৪ শতাংশ কারখানাতেই এখনো বোনাস দেওয়া হয়নি।

প্রতিবেদনের তথ্য বলছে, যেসব কারখানা এর মধ্যে বোনাস দিয়েছে এর মধ্যে বিজিএমইএ’র কারখানা ৯৪টি, বিকেএমইএ’র কারখানা ৪৫টি, বিটিএমএ’র ১৮টি, বেপজা’র অধীন কারখানা ৫০টি, পাটকল কারখানা ১৫টি এবং অন্যান্য খাতের কারখানা ৪৮২টি।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ইদুল ফিতর ইদের বোনাস পোশাক কারখানা পোশাক শ্রমিকদের বোনাস শিল্প কারখানা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর