।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা : রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের পাল্লায় হাত হারানো রাজীব হোসেনের দাফন হবে পটুয়াখালীতে গ্রামের বাড়িতে।
রাজীবের মামা জাহিদুল ইসলাম মর্গের সামনে সাংবাদিকেদর জানান, ময়নাতদন্ত বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণে রাজীবের প্রথম জানাজা হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।
তিনি জানান, রাজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে নেওয়া হয়েছে।
দুইপাশে রাজীবের দুইভাই। মাঝখানে তাদের মামা জাহিদুল ইসলাম
ঢামেকের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস জানান, আমরা এখন রাজীবের সুরতহাল রিপোর্ট হাতে পাইনি। পেলে ময়নাতদন্ত শুরু করব।
তিনি জানান, গত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাদের ডেকে রাজীবের খারাপ অবস্থার কথা জানিয়েছিলেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১২টা ৪০ মিনিটে রাজীবকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, আগে থেকেই রাজীবের অবস্থা খারাপ ছিল। গত ১০ এপ্রিল অবস্থা বেশি খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর থেকে আর উন্নতি হয়নি। তার ব্রেইনের আঘাতটা ছিল মারাত্মক। রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে
আরও পড়ুন
রাজীবকে বাঁচানো গেল না
রাজিবকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্ট
রাজিবের দুর্ঘটনায় দুই বাসের চালক গ্রেফতার
রাজীবকে ডিএমসিএইচে নেওয়া হয়েছে
রাজীব জানে না তার হাত নেই!
রাজীবের চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড
রাজীবের হাতের ক্ষত অনেকটাই শুকিয়েছে
রাজীবের হাত কাটা পড়ার ঘটনায় দুই বাস চালক রিমান্ডে
রাজীবের হাত কাটা পড়ার ঘটনায় দুই বাস চালক কারাগারে
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook