ভারতের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
ভারতে চলমান সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (২২ এপ্রিল) প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
একইসঙ্গে, চলতি বছরের অক্টোবরে দীপাবলি অনুষ্ঠানের প্রাক্কালেই প্রথম বাণিজ্যিক চুক্তি বাস্তবায়িত হবে বলে আশাবাদী দুই দেশের কর্তৃপক্ষ।
এদিকে, বরিস জনসনের এই সফর করোনা সংক্রমণের মুখে পিছিয়ে এই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনের এই সফরে পশ্চিমাদের স্বার্থ রক্ষা করতে ইউক্রেনের পক্ষ নিতে ভারতের প্রতি আহ্বান ছাড়াও, দুই দেশের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে বলে বিশ্লেষকরা নিশ্চিত করেছেন।