Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: সাংহাইয়ে আরও ১২ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২২ ১৩:০৫

চীনের প্রধান বাণিজ্যকেন্দ্র সাংহাইয়ে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) স্থানীয় সরকারের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, করোনা সংক্রমণের মুখে টানা কঠোর লকডাউন ও অনলাইনে সেন্সরশিপের কারণে সাংহাইয়ের বাসিন্দাদের মধ্যে হতাশা বাড়ছে বলেও জানাচ্ছে স্থানীয় সূত্রগুলো।

রয়টার্স বলছে, শুক্রবার সাংহাইয়ে ২০ হাজার ৬৩৪ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ১৫ হাজার ৬৯৮। এ ছাড়া শুক্রবার উপসর্গ রয়েছে এমন দুই হাজার ৭৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন এই সংখ্যা ছিল এক হাজার ৯৩১।

সাংহাইয়ের স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলছে, যাদের মৃত্যু হয়েছে তাদের গড় বয়স ৮৮। মৃত্যুর কারণ অন্তর্নিহিত রোগ। মৃতদের কেউই করোনার ভ্যাকসিন নেননি।

সাংহাইয়ে করোনার সংক্রমণ পর্যবেক্ষণ করছেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জয়া দান্তাস। তিনি রয়টার্সকে বলেন, সাংহাইয়ে বয়স্ক এবং অন্যান্য দুর্বল গোষ্ঠীর জন্য বুস্টার ভ্যাকসিনেশন ডোজের হার বাড়ানোর পাশাপাশি এমআরএনএ প্রযুক্তির ভ্যাকসিন ব্যবহার করে দেখা যেতে পারে।

প্রসঙ্গত, চীন এখনো এমআরএনএ প্রযুক্তির ভ্যাকসিন তৈরি করেনি। এ ছাড়া দেশটি এখন পর্যন্ত বিদেশ থেকে কোনো ভ্যাকসিনও আমদানি করেনি।

সারাবাংলা/একেএম

করোনা সংক্রমণ সাংহাই


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর