Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবন থেকে পড়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর শ্রমিকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ১৩:৩৪

ঢাকা: রাজধানীর আজিমপুরে সরকারি অর্থায়নে নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে পড়ে নিখোঁজ থাকার ৩ ঘণ্টা পর শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ওই শ্রমিকের নাম নাজমুল ইসলাম (২৫)।

২০ তলা ভবনের ১০ তলায় ময়লা পরিষ্কার করছিলেন নাজমুল ইসলামসহ পাঁচ শ্রমিক। এ সময় লিফটের ফাঁকা জায়গা থেকে দুইজন নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন আরিফুল ইসলাম (১৯)। অপর শ্রমিক নাজমুল ইসলাম লিফটের নিচে কাঁদামাটির গর্তে ঢাকা পড়েন। এ কারণে তার খোঁজ মিলছিল না।

শুক্রবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আজিমপুরে ভিকারুননিসা নূন স্কুলের সামনে সরকারি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

ভবনের ইলেক্ট্রিশিয়ান মো. কাজল বলেন, ‘সরকারি এই ভবনটি নুরানী কনস্ট্রাকশন কোম্পানির মাধ্যমে তৈরি হচ্ছে।’

কাজল বলেন, ‘পাঁচজন শ্রমিক লিফটের ১০তলায় প্লেনশেডের ওপড়ে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করছিল। এ সময় ময়লার ভারে চার শ্রমিক নিচে পড়ে যান। এতে আরিফুল গুরতর আহত হন। দুর্ঘটনার পরপরই নাজমুলকে খুঁজে যাওয়া যাচ্ছিল না।’

লালবাগ থানার আজিমপুর ফাঁড়ির ইনচার্জ আছিবুজ্জামান আছিব জানান, একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।’

লালবাগ পলাশী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আল মাসুদ বলেন, ‘রাত ১২টা ৪০ মিনিটে নাজমুল নামে এক শ্রমিকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/একে

আজিমপুর সরকারি ভবন


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর