গুজব ছড়ানোর অভিযোগে সাবেক কাউন্সিলর গ্রেফতার
২৩ এপ্রিল ২০২২ ১৮:২৩
ঠাকুরগাঁও: গুজব ছড়িয়ে উসকানি দিয়ে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অভিযোগে ঠাকুরগাঁওয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেনকে আটক করেছে পুলিশ।
এর আগে, ভূমি দখলকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠির লোকেরা।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের মন্দিরপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা আদিবাসী পরিষদ ও আদিবাসী ওঁরাও সংগঠন।
এসময় বক্তব্য রাখেন- আদিবাসী পরিষদের সভাপতি যাকোস খালকো, আদিবাসী নেতা সুবাস কুজুর, নয়নী টপ্য, জেনপিনা এক্কা, ঢেনা মুম্মু, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘যুবলীগ নেতা সমীর দত্তের নেতৃত্বে পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেন আদিবাসীদের জমি জবরদখল করতে না পেরে মসজিদে মুসলিমদের উপর হামলা হয়েছে বলে মিথ্যা গুজব ছড়ায়। এ নিয়ে শহরের মন্দিরপাড়ার আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেক পৌর কাউন্সিলর বাবুলকে আটক করে।’
অবিলম্বে সব ভূমিদস্যু ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানান বক্তারা।
পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় আদিবাসী পরিষদের নেতারা। এরপর তারা ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র এমপি’র বাড়ি ঘেরাও করেন।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। আদিবাসীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে প্রশাসনের সহযোগিতা থাকবে। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।’
সারাবাংলা/এমও