Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশের মনোনয়ন ঘিরে প্রতিযোগিতা, রূপ নিতে পারে প্রতিহিংসায়!

নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ২৩:২৫

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতা ও বর্তমান সংসদ সদস্যদের প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে আগামী দিনে তৃণমূলে কেথাও কোথাও ত্রিমুখী দ্বন্দ্ব-সংকট এবং কোন্দল বাড়তে পারে, নেতাকর্মীরাও হয়ে পড়তে পারেন দ্বিধাবিভক্ত। আর তখন এই প্রতিযোগিতা প্রতিহিংসায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেক। সাংগঠনিকভাবে এখন থেকেই লাগাম টানতে না পারলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে প্রকাশ্য বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই শিগশিগরই এ বিষয়ে কৌশল নির্ধারণ করে তৃণমূলকে কঠোর বার্তা দেওয়া হবে জানিয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

বিজ্ঞাপন

দলের নীতিনির্ধারকরা বলছেন, টানা মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এতে বর্তমান ও সাবেক সংসদ সদস্য বা তাদের পরিবারের সদস্য বা মনোনয়ন প্রত্যাশী নেতারা মাঠ পর্যায়ে নানামুখী প্রতিযোগিতা শুরু করবে- এটাই স্বাভাবিক। প্রতিপক্ষকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের কর্মী-সমর্থকদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। আওয়ামী লীগের মতো প্রাচীন একটি দলে এটা হওয়াই স্বাভাবিক। দলের ভেতর প্রতিযোগিতা থাকবেই। কিন্তু এই প্রতিযোগিতা যাতে কোনভাবেই প্রতিহিংসায় রূপ নিতে পারে সেটা মোকাবিলা করাই আমাদের চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় নেতাদের মতে, দলের অনেক নেতা-এমপি ভুলে গেছেন যে, সমষ্টিগতভাবে বহুসংখ্যক মানুষকে নিয়ে দল করতে হয়। এদের কেউ কেউ দলে নিজে একনায়কত্ববাদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কোনো দল এক জনকে নিয়ে হয় না। কিন্তু যারা এসব করছেন, তাদের খেয়াল রাখা উচিত, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংসদীয় আসনের উপ-নির্বাচনে দল থেকে যাদের মনোনয়ন দিয়েছেন এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের একটি বড় অংশ কিন্তু পরিবারের সদস্যদের বাইরে।

দলের শীর্ষ নেতারা বলছেন, নেত্রী কিন্তু কঠিন বার্তা দিচ্ছেন। আগামী দিনে যারা সৎ, যোগ্য এবং দলের জন্য নিবেদিত ও পরীক্ষিত তাদেরই দলীয় মনোনয়ন দেওয়া হবে। ইতোমধ্যে যেসব জেলায় আমরা বর্ধিত সভা করেছি সেখানে নেত্রীর পক্ষে কঠোর বার্তা দেওয়া হয়েছে। এবং এই বার্তা পৌঁছে দেওয়ার কাজটি চলমান রয়েছে। সামনের দিকে তা আরও দৃশ্যমান হবে।

এদিকে, চলতি মাসে বরিশাল বিভাগের এক জেলায় বর্ধিত সভা হয়। সেখানে জেলার বর্তমান এক সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে শীর্ষ নেতারা ইঙ্গিত দিয়ে বলেন, তার মানে কি দাঁড়াল, আগামী দিনে নেতাকর্মীরা কি ম্যাসেজ পেল? কারণ সেই বর্ধিত সভায় জেলার অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম মোহাম্মদ দুলাল পাটোয়ারীর সঞ্চালনায় প্রতিনিধি তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বক্তব্য দেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সেখানে তিনি বলেন, ‘এতদিন আমরা কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছি, তৃণমূলের নেতাকর্মীরা তা শুনেছেন। আজ তৃণমূলের নেতাকর্মীরা বলবেন, আমরা শুনব। আজ তৃণমূলের কথা বলার দিন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বলেছেন, আগামী নির্বাচনের ইশতেহার করার জন্য। আমরা যারা নেতৃত্বের দায়িত্ব পেয়েছি, তারা চাই এই ইশতেহার তৃণমূল তৈরি করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কী কী করা উচিত সেটা আপনারা বলবেন। আমরা আপনাদের সব কথা শুনব।’ সেদিনের প্রতিনিধি সম্মেলনে জেলার আটটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর ও উপজেলা নেতারা বক্তব্য দেন।

জানা গেছে, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের (শিমুল) একক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়। সভাপতি পদে আব্দুল কুদ্দুসকে রেখে সাধারণ সম্পাদক করা হয় শরিফুল ইসলাম রমজানকে। সেসময় জেলার রাজনীতিতে শফিকুল ইসলামকে ঠেকাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের এমপি আবদুল কুদ্দুসের সঙ্গে একাট্টা ছিলেন নাটোর-৩ আসনের এমপি ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্মা আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলীসহ অনেকে।

শীর্ষ নেতারা বলছেন, টানা মেয়াদে ক্ষমতায় থাকায় সারাদেশে স্থানীয় এমপি ও মনোনয়ন প্রত্যাশী নেতারা প্রতিযোগিতায় নেমেছেন। এই প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয়- সেটাই আমাদের ভাবনার বিষয়। তবে আওয়ামী লীগ এমন একটি দল যে, ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’ ও ‘নৌকা’র স্বার্থে সবসময় ঐক্যবদ্ধ হয়ে যায়।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সারাবাংলাকে বলেন, ‘দলে আধিপত্য বিস্তার বা একনায়কত্ব প্রতিষ্ঠার চেষ্টা শুভ লক্ষণ নয়। এক জনকে নিয়ে কোনো দল না। সমষ্টিগতভাবে বহুসংখ্যক মানুষকে নিয়েই দল। সেই দলকে কুক্ষিগত করার বা একনায়কত্ববাদ সৃষ্টির সুযোগ কারও নেই। আমরা বলতে পারি যে, সাম্প্রতিক মনোনয়নগুলো দেখেই বোঝা যাচ্ছে, মাননীয় নেত্রী কিন্তু কঠিন বার্তা দিচ্ছেন। যারা সৎ, যোগ্য এবং দলের নিবেদিতপ্রাণ এবং অগ্নিপরীক্ষায় পরীক্ষিত; তারাই দলীয় মনোনয়ন পাবেন। দলের মধ্যে আধিপত্য বিস্তারকারী কোনো কিছুকেই প্রশ্রয় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘পরিবার থেকে পাওয়া আর না পাওয়ার বিষয় না। কোনো নেতার পরিবারের লোক হয়েও যদি তিনি রাজনীতি না করেন তাহলে তার মনোনয়ন পাওয়াটা ঠিক নয়। কেই কারও সন্তান হিসেবে অংশীদারিত্বের দায়িত্ব পেতে পারেন না। রাজনীতি করার অধিকার সবার আছে। রাজনীতি অবশ্যই করতে পারে। রাজনীতি করেই নিজের স্থানটি নির্ধারণ করে নিতে হবে। এখানে কোনো সন্তান বা ভাইয়ের সুযোগ নাই। সেই কঠিন বার্তা ইতোমধ্যেই মাননীয় নেত্রী শেখ হাসিনা দিয়েছেন।’

নানক বলেন, ‘দলের নেতৃত্বে এমন মানুষদের থাকতে হবে যাদের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা রয়েছে। নির্বাচন হলো এমন একটি বিষয় যে, এক জন প্রার্থীকে জনগণ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ভালো নেতাকে এখনও মানুষ গ্রহণ করে। সৎ মানুষকে এখনও মানুষ গ্রহণ করে। সেটি প্রমাণিত সত্য। কাজেই আমরা দলকে ঢেলে সাজাতে চাই। আমি বিশ্বাস করি, আমরা সবাই নেত্রীর বার্তা বুঝতে পেরেছি। বার্তা বুঝে সেই অনুসারে আমরা রাজনৈতিক দায়িত্ব পালন করব।’

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগে আদর্শহীনদের জায়গা আছে বলে মনে করি না। আওয়ামী লীগের জন্য অপরিহার্য কেউ না। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা-ই হলেন অপরিহার্য। তার বাইরে কাউকে অপরিহার্য ভাবার বা মনে করার কোনো সুযোগ নেই। দলের শৃঙ্খলা, নীতি আদর্শের ঊর্ধ্বে উঠে, দলকে প্রশ্নবিদ্ধ করার অধিকার আওয়ামী লীগ কাউকে দেয়নি। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কাউকে ছাড় দিয়েছেন, এ ধরনের রেকর্ড নাই। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে।’

আওয়ামী লীগের ঢাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সারাবাংলাকে বলেন, ‘আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে। এটা আমরা বুঝতে পারছি। সে কারণে নেত্রী হিসাব-নিকাশ করেই নমিনেশন দিবেন। এলাকার মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যারা বিতর্কের ঊর্ধ্বে তারাই মনোনয়ন পাবেন।’

রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘দলের মধ্যে কোনো ভাইয়ের বলয় তৈরি করতে দেওয়া হবে না। এই দল শেখ হাসিনার দল। এই দল বঙ্গবন্ধুর দল। এই দলের ভেতরেও প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। আমিও প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতাকে স্যালুট করি। কিন্তু নোংরামিকে ঘৃণা করি। যারা সংঘাত করবেন, নোংরামি করবেন তারা দলের নেতা হতে পারবেন না। একজন এমপি আছেন, আরেকজন এমপি হওয়ার প্রতিযোগিতা করতে পারেন- এটা কোনো দোষের বিষয় না।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালকে সামনে রেখে দল গোছাতে হবে। দলের ভিতরে যেসব অভ্যন্তরীণ সংকট আছে সেগুলোর সমাধান করতে হবে। ইতোমধ্যে আমি এই প্রক্রিয়ার ভেতরেই আছি।’

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিযোগিতা প্রতিহিংসা মনোয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর