Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘কুড়িয়ে পাওয়া’ শিশু নিয়ে বিপাকে পুলিশ

সারাবাংলা ডেস্ক
২৪ এপ্রিল ২০২২ ১৫:৫৬

নুসরাত, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: আড়াই বছর বয়সী এক মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল। পথচারীরা পেয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। কিন্তু গত ৯ দিনেও মেয়েটির অভিভাবকের কোনো খোঁজ না পেয়ে বিপাকে পড়েছে পুলিশ।

গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় শিশুটিকে পাওয়া যায়। খুলশী থানা থেকে শিশুটির এখন ঠাঁই হয়েছে নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে বলেন, মেয়েটির বয়স আড়াই বছরের মতো হবে। সে শুধু তার নাম নুসরাত বলে জানিয়েছে। মা-বাবার নাম, বাসা কোথায়- এসব কিছুই বলতে পারেনি। আমরা আমবাগানসহ আশপাশের এলাকায় গত ৯ দিন ধরে তার অভিভাবকের খোঁজ করেছি। কিন্তু পাওয়া যায়নি। ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকলেও শিশুটি তার মা-বাবার কাছে ফিরে যাবার জন্য উদগ্রীব হয়ে আছে। স্বাভাবিকভাবে কান্নাকাটি করছে।’

শিশুটির প্রকৃত অভিভাবকের খোঁজ পেতে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি সন্তোষ কুমার চাকমা।

সারাবাংলা/আরডি/এনএস

কুড়িয়ে পাওয়া শিশু চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর