Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলিং ফ্যানের পাখা ভেঙে ২ শিশু নিহত, আহত মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ১৬:৩৮ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৮:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাই‌ল: ভুঞাপু‌র উপজেলায় ঘ‌রের সি‌লিং ফ‌্যানের পাখা ভেঙে প‌ড়ে ঘুমন্ত দুই ভাই নিহত হয়েছে। এসময় আহত হ‌য়ে‌ছে তা‌দের মা। তবে নিহতের বাবার দাবি এটি হত্যা। রোববার (২৪ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার পূর্নবাসন এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, উপ‌জেলা নিকরাইল ইউ‌নিয়‌নের এক নম্বর পূর্নবাস‌ন এলাকার ইউসুফের ছে‌লে সা‌জিম (৬) ও তার ভাই সা‌নি (৪ মাস)। আহত হয়েছেন শিশু‌দের মা সা‌হিদা বেগম। তাকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিহতের বাবা শিশুসহ তাদের মাকে ঘুমন্ত অবস্থায় রেখে মাছ ধরতে যায়। সকাল ১১টা বাজলেও সাহিদা ঘর থেকে বের না হলে ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে শিশুদের বাবাকে খবর দেওয়া হলে তিনি এসে স্থানীয়দের সহযোগিতায় লোহা দিয়ে ঘরের বেড়া খুলে ভেতরে ঢুকে শিশুদের মৃত অবস্থায় ও শাহিদাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

তবে নিহতের বাবার দাবি শিশুদের হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে মা। তখন ফ্যানের পাখা ভেঙে পড়ে আহত হন তিনি।

এ বিষয়ে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফ‌রিদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সারাবাংলা/এসএসএ

টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর