Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কনক (১৯) ও আল আমিন (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শুটকি চাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার শুটকি চাতাল এলাকায় সিংড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলে থাকা ওই দুই যুবককে চাপা দেয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কনককে মৃত ঘোষণা করে। গুরুতর আহত আল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরে সেখানে তার মৃত্যূ হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহত দুই জনের বাড়ি সিংড়া উপজেলার কৃঞ্চপুর নওদাপাড়া এলাকায়। শেরকোল বাজার থেকে তারা সিংড়া শহরে যাচ্ছিল। দুর্ঘটনার পর চালকসহ পরিবহন কর্মীরা বাসটি ফেলে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ গিয়ে বাসটি জব্দ করেছে।

সারাবাংলা/এসএসএ

সিংড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর