Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, ডিএসই’র লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ১৮:১২

ঢাকা: ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার। রোববার (২৪ এপ্রিল) টানা চতুর্থ দিনের মতো পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। আর ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা। যা চলতি এপ্রিলে একদিনে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।

রোবাবর ডিএসইতে ৩৮১টি কোম্পানির ২০ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৬২৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছ ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭৫৪ কোটি ৭ লাখ টাকা। এদিন ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৮৩ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৪৬১ পয়েন্টে, ডিএসইএ-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৮৬ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮৯টি কোম্পানির ১ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ২৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সিএসইতে লেনদন হয়েছিল ৩২ কোটি ৪১ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৪৫ পয়েন্ট উঠে আসে।

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর