Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজে র‌্যাব-ডিবির অভিযান, আটক ১২

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ২০:২১

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অন্তত ১২ জনকে আটক করা হয়।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে অভিযান চালানো হয়। খুব অল্প সময়ের ব্যবধানে র‌্যাব ও ডিবি অভিযান দুটি পরিচালনা করে।

র‌্যাবের একটি সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় র‌্যাব কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকা কলেজের একজন বলেন, ‘র‌্যাব যে কয়েকজনকে নিয়ে গেছে তাদের মধ্যে রফিকুল আলম শেখ তিতাস, জসিম খান, ফিরোজ হোসেন ও ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির উপ সম্পাদক জুলফিকার ও ছাত্রলীগ কর্মী জুয়েলের নাম রয়েছে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘গোয়েন্দা পুলিশও বেশ কয়েকজনকে নিয়ে গেছে। তাদের নাম জানা সম্ভব হয়নি।’

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘যেহেতু নাহিদ ও মোশারফ হত্যাকাণ্ডের মামলা দুটি ডিবি তদন্ত করছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজন শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে নানা জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। অনেক জায়গা থেকে অনেককে আটক করে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযান হয়েছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে এখনই তাদের নাম বলা সম্ভব হচ্ছে না।’

সারাবাংলা/ইউজে/একে

ডিবি ঢাকা কলেজ নিউমার্কেটে সংঘর্ষ র‍্যাব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর