২৬ লাখ বাংলাদেশি ভিডিও সরাল টিকটক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ এপ্রিল ২০২২ ১০:২৫
২৫ এপ্রিল ২০২২ ১০:২৫
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের সম্প্রতি প্রকাশিত কমিউনিটি গাইড লাইনস রিপোর্টে (অক্টোবর-ডিসেম্বর ২০২১) বাংলাদেশি ব্যবহারকারীদের ২৬ লাখ ভিডিও সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।
একই সময়ের মধ্যে বিশ্বব্যাপী আট কোটি ৫০ লাখ ভিডিও সরিয়েছে প্ল্যাটফর্মটি। সরিয়ে নেওয়া ভিডিওর সংখ্যায় বাংলাদেশ বিশ্বে সপ্তম স্থানে রয়েছে বলে জানিয়েছে টিকটক।
টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিও স্ট্রিমিং স্পিড বাড়াতে এবং প্ল্যাটফর্ম ব্যবহার করে নানান অপকর্ম ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
পাশাপাশি, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনেকগুলো নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করার কথা জানিয়েছে টিকটক।
সারাবাংলা/একেএম