অংশীদারদের চাপে মাস্কের সঙ্গে আলোচনায় টুইটার
তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ এপ্রিল ২০২২ ১১:০৯
২৫ এপ্রিল ২০২২ ১১:০৯
মার্কিন মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার অংশীদারদের চাপে টেসলার কর্ণধার ধনকুবের এলন মাস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে।
রোববার (২৪ এপ্রিল) ওই আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এর আগে, ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এলন মাস্ক। বৃহস্পতিবার তিনি টুইটারে তার বিনিয়োগ প্রস্তাবের বিশদ বিবরণ তুলে ধরেন।
রয়টার্স বলছে, টুইটার মাস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে, তার মানে এই নয় যে, মাস্কের টুইটার কিনে নেওয়ার প্রস্তাবে তারা সম্মত হয়েছে।
অসমর্থিত কয়েকটি সূত্র জানিয়েছে, টুইটার মাস্কের আগের প্রস্তাবে রাজি না হলে; তিনি আরও আকর্ষণীয় ক্রয় প্রস্তাব দিতে পারেন।
সারাবাংলা/একেএম