মানিলন্ডারিং মামলা— এনু-রুপনের ৭ বছরের জেল
২৫ এপ্রিল ২০২২ ১১:৪১
ঢাকা: মানিলন্ডারিং মামলায় দুই ভাই রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক এনু ও বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভুঁইয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওয়ারী থানায় দায়ের করা এই মামলার আরও ৯ আসামির প্রত্যেককেও আদালত একই সাজা দিয়েছেন।
সোমবার (২৫ এপ্রিল) এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন। ১১ আসামিকে কারাদণ্ডের পাশাপাশি চার কোটি টাকা জরিমানা করা হয়েছে রায়ে।
এনু-রুপন ছাড়া মামলার বাকি আসামিরা হলেন— মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার, সাইফুল ইসলাম ও জয় গোপাল সরকার। আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক। তুহিন জামিনে আছেন। বাকি ৬ আসামি কারাগারে আছেন।
গত ৬ এপ্রিল মামলাটি রায় ঘোষণার কথা ছিল। বিচারক ছুটিতে থাকায় রায়ের তারিখ পিছিয়ে আজ ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়। গত ১৬ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য প্রস্তুত হয়।
সারাবাংলা/এআই/একেএম/টিআর