Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ঝড়-বৃষ্টি-যানজট


১৭ এপ্রিল ২০১৮ ১৩:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৬:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। হাবিবুর রহমান ও সুমিত আহমেদ ।।

ঢাকা: মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার আকাশ ছিল রোদ ঝলমলে। আর সঙ্গে ভ্যাপসা গরম। অসহনীয় যানজট আর গরমে ভোগান্তিতে পড়েন রাজপথের কর্মমুখী মানুষরা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বেলা সাড়ে বারটার দিকে হঠাৎ করেই শুরু হয় কালবৈশাখী ঝড় আর ঝুম বৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের এই ঝড়-বৃষ্টির চলবে ঘণ্টাখানেক। তবে বিকেলের দিকে আবারও শুরু হবে বৃষ্টি । বৃষ্টির সঙ্গী হবে কালবৈশাখী ঝড়ও।

বিকেলে অফিস ছুটির সময়  ঝড়-বৃষ্টিতে আবারও ভোগান্তিতে পড়ার আশংকায় আছেন নগরবাসী।

মঙ্গলবার দুপুরে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় আকাশ। চারদিকে অন্ধকার হয়ে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নামে।

বিজ্ঞাপন

বৃষ্টির মধ্যেই জীবিকার তাগিদে ছুটছে রিকশা চালক।

বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি ফিরছে স্কুল শিক্ষার্থী

বৃষ্টির মধ্যে ভিজে ঘরে ফিরছেন এক মা ও তার ছেলে।

সারাবাংলা/এইচআর/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর