Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ১৭:১৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্ত্রী চায়না আক্তারকে হত্যার দায়ে স্বামী ফায়েজ মিয়াকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান।

সোমবার (২৫ এপ্রিল) সকালে আসামির উপস্থিতি তিনি এ রায় ঘোষণা করেন। এসময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে উপজেলার দেওগর ইউনিয়নের মধ্য আলী নগর গ্রামের ছমির উদ্দিনের ছেলের সঙ্গে একই এলাকার আক্কাছ মিয়ার মেয়ে চায়না আক্তারের পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে চায়না আক্তার বাবার বাড়িতে বসবাস করত। বিয়ের ২২ দিন পর শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে রাতে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধে চায়না আক্তারকে হত্যা করে ফায়েজ।

ঘটনার পর অষ্টগ্রাম থানায় চায়নার বাবা আক্কাস মিয়া বাদী হয়ে ফায়েজকে আসামি করে মামলা দায়ের করেছিলেন।

সারাবাংলা/এমও

কারাদণ্ড যাবজ্জীবন স্ত্রী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর