Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছরের শিশু হত্যা: মূল হোতাসহ ৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ১৭:৫১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৯:১৭

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে রিমন নামে দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব জানান। তিনি বলেন, ‘সোনারগাঁও উপজেলার নোয়াপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রিমনের সঙ্গে সমবয়সী ছেলেদের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি পারিবারিক বিরোধে রূপ নেয়। এর জেরে শিশু রিমনকে হত্যার পরিকল্পনা করে প্রতিপক্ষের লোকজন।’

বিজ্ঞাপন

গত ১৭ এপ্রিল দুপুরে রিমন স্কুল থেকে বাসায় ফিরে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। পরে বন্ধুরা বাড়িতে ফিরলেও সে নিখোঁজ থাকে। তার পরিবারের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি। ঘটনার পরদিন দুপুরে বাড়ির অদূরে একটি ধান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় রিমনের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে পিবিআই। প্রযুক্তির সহায়তায় মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে আসামিদের শনাক্ত করতে সক্ষম হন তারা। রোববার সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে। তাদের মধ্যে এক আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

গ্রেফতারের পর আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধান ক্ষেতে নিয়ে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানান পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গ্রেফতার টপ নিউজ শিশু হত্যা সোনারগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর