Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওপরে খেজুর-নিচে সিগারেট, ৭ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ১৯:৪৭

চট্টগ্রাম ব্যুরো : ঘোষিত পণ্য খেজুরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে ঘোষণা ছাড়াই উচ্চ শুল্কের সিগারেট এনে সাত কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। কাস্টমস কর্তৃপক্ষ চালানটি আটক করেছে।

চার মাসে আগে চট্টগ্রাম বন্দরে আসা পণ্যভর্তি কনটেইনারটি নগরীর বেসরকারি সামিট ইস্পাহানি অ্যালায়েন্স টার্মিনালে (কনটেইনার ইয়ার্ড) রাখা ছিল। রোববার (২৪ এপ্রিল) কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার কর্মকর্তারা কনটেইনার খুলে কায়িক পরীক্ষা করেন।

বিজ্ঞাপন

কায়িক পরীক্ষার ফলাফল সম্পর্কে সোমবার চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার উপ-কমিশনার মো. শরফুদ্দিন মিঞা সারাবাংলাকে জানিয়েছেন, কনটেইনারে মোট ২ হাজার ৭৭২টি কার্টন ছিল। এর মধ্যে এক হাজার ৯৮৩টি কার্টনে ওপরে খেজুর এবং নিচে বিদেশি মন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে। ৭৮৯টি কার্টনে শুধু খেজুর পাওয়া গেছে।

কনটেইনারে খেজুর পাওয়া গেছে মোট ১১ হাজার ৮৫৬ কেজি। আর মন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে ৫৫ লাখ ৫২ হাজার ৪০০টি।

‘ঘোষণা ছাড়া আনা সিগারেটের দাম প্রায় এক কোটি ১৯ লাখ টাকা। মন্ড ব্র্যান্ডের সিগারেট আমদানিযোগ্য উচ্চশুল্কের পণ্য। ঘোষণ দিয়ে আমদানি করলে শুল্ক নির্ধারণ হত ৭ কোটি ১১ লাখ টাকা। আমদানিকারক প্রতিষ্ঠান ঘোষণা বর্হিভূতভাবে সিগারেট এনে এই পরিমাণ শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করেছিল’- বলেন শরফুদ্দিন মিঞা

কাস্টমস কর্মকর্তারা জানান, সূচনা ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান খেজুর আমদানির ঘোষণা দিয়ে চালানটি চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে। গত বছরের ২৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে কনটেইনার নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। ৩০ ডিসেম্বর সেটি চট্টগ্রামে পৌঁছায়। প্রায় চারমাস ধরে আমদানিকারক প্রতিষ্ঠান কনটেইনার থেকে পণ্য খালাসের উদ্যোগ না নেওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ সেটির কায়িক পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

সূচনা ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটির মালিক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের দৌলতবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম। নগরীর ‍জুবিলি রোডের কাদের টাওয়ারে প্রতিষ্ঠানটির কার্যালয়। ঘোষণা বহির্ভূতভাবে পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম সিগারেট আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর