Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরো টুইটারের মালিক হতে যাচ্ছেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২২ ২২:৩১

মার্কিন ধনকুবের এলন মাস্ক মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার জন্য ৪৩ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন। শুরুতে অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত এ প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে টুইটার। টুইটারের সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিটি শেয়ারের মূল্য ৫৪.২০ ডলার ধরে সোমবারই টুইটার বিক্রির খবর ঘোষণা হতে পারে। এর আগে টুইটারের পরিচালনা বোর্ডকে এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন দিতে হবে। তবে বোর্ডে ভিন্ন সিদ্ধান্তও আসতে পারে। শেষ মুহূর্তে এসে গোটা প্রস্তাবটিই বাতিল হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

ফোবর্সের ধনীদের তালিকা অনুযায়ী এক নম্বরে রয়েছেন টেসলার মালিক মাস্ক। তবে টুইটার ক্রয়ের প্রস্তাবে টেসলা যুক্ত হয়নি। টুইটার কেনার প্রস্তাব মাস্কের ব্যক্তিগত।

কয়েক দিন আগে অবশ্য টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন এলন মাস্ক। গত ২১ এপ্রিল টুইটার কিনতে নতুন প্রস্তাব দেন তিনি। তার প্রস্তাবে প্রতিটি শেয়ারের দর ধরা হয় ৫৪.২০ মার্কিন ডলার। এ হিসাবে মাইক্রোব্লগিং সাইট টুইটারের মোট মূল্য দাঁড়ায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার।

সারাবাংলা/আইই

এলন মাস্ক টুইটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর