Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউমার্কেটে সংঘর্ষ: এবার অ্যাম্বুলেন্স ভাঙচুরের মামলায় আসামি ২০০

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২২ ০৯:১১

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হলো।

সোমবার (২৫ এপ্রিল) রাতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও দুটি হত্যা মামলার পর আরও একটি মামলা হয়েছে। গত ২৩ এপ্রিল সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় এই মামলা দায়ের করা হয়। অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সুজন চার লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাত পরিচয়ের ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত নিউমার্কেট থানার ৫টি মামলায় ২৪ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ১৭৫০ জন ছাত্র ও ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। হত্যা মামলা দুটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/ইউজে/এএম

নিউমার্কেটে সংঘর্ষ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর