Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার কাউন্সিল নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২২ ১৩:৩৫

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মোনেম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আবদুল মোনেম চৌধুরী।

রিটে আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল নির্বাচন স্থগিত চাওয়া হয়েছিল।

ইতোমধ্যে আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আইন অনুশীলনকারীদের জন্য ১৯৭২ সালে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশের অধীনে প্রতিষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা। এটি দেশের আইনজীবীদের লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে থাকে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মনোনীত হয়ে থাকেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

বার কাউন্সিল নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর