Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবের সাড়াশি অভিযান; ছিনতাইকারী চক্রের ৩১ সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২২ ১৫:০৪

ঢাকা: রাজধানীর লালবাগ, সিদ্ধিরগঞ্জ, পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, মতিঝিল, খিলগাও, হাতিরঝিল, ওয়ারিসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে ছিনতাইকারী চক্রের ৩১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় আইএমইআই (IMEI) নাম্বার পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদিসহ এক হাজারের বেশি বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মোবাইল, ট্যাব এবং ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ইদকে কেন্দ্র করে মোবাইল সিন্ডিকেট চক্র ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মোবাইল কেনাবেচার রমরমা বাণিজ্য চলছে। এছাড়া বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই হওয়া ফোন, ট্যাব ও ল্যাপটপ বিভিন্ন মার্কেটের সামনে ভাসমান দোকানে গোপনে বিক্রি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ এপ্রিল রাতে অভিযান চালিয়ে ৩১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এরা হলেন, মো. আল মামুন (২৮), মো. রাকিব (২৭), মো. জাহাঙ্গীর (৬৬), মো. ইকবাল (৫০), মো. মোখলেছুর রহমান (৩৮), মো. বিল্লাল মিয়া (৪০), মো. বিল্লাল (২৭), মো. রাকিব (২৩), মো. মাইনু (২১), মো. জনি (২০), মো. স্বপন (৫০), মো. সালাউদ্দিন আহম্মেদ (৩৫), মো. মোশারফ (৪৫), মেহেদী হাসান রাজু (২৪), মো. জুয়েল (৪০), মো. জুম্মুন (২৮), মো. রকিবুল ইসলাম (৩১), মো. নজরুল (৩০), মো. পারভেজ (৩৮), মো. ইউসুফ বেপারী (৪২), মো. ইউসুফ দেওয়ান (৩৫), মো. রুবেল মোল্লা (৩১), মো. রুবেল দেওয়ান (৩০), মো. জাফর (৪৮), মো. নাছির উদ্দিন ওরফে পিন্টু (৩১), মো. আনছার ঢালী, ডালিম হোসেন (৫২), মো. হালিম সরদার (৫২), মো. শাহীন শেখ (৩১), মোহাম্মদ আলী (৫৫), মো. সবুজ (২৮) এবং মো. আবুল হোসেন (৬১)।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৩০টি ট্যাব, টাচ মোবাইল ৭১৭টি, বাটন মোবাইল ৭৯৩টি, ল্যাপটপ (নতুন) ২৮টি এবং নগদ ৫৫ হাজার ৬৪৭টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মূলত ছিনতাই/চোরাইকৃত মোবাইল ফোনগুলো অল্পদামে কিনে মোবাইলের আইএমইআই নাম্বার পরিবর্তন করে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করে। গ্রেফতাররা প্রত্যেকেই মুঠোফোন ছিনতাই ও চোরাই চক্র এবং কেনাবেচার সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

অধিনায়ক বলেন, র‌্যাব-৩ এর আওতাধীন এলাকায় অন্তত ২০টির বেশি মোবাইল ছিনতাইকারী চক্র রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/এসএসএ

ছিনতাইকারী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর