জমির বিরোধে প্রতিবেশীর বল্লমের আঘাতে নারী নিহত
২৬ এপ্রিল ২০২২ ১৫:২০
নেত্রকোনা: কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর বল্লমের আঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহত পিনিসা আক্তার (৫০) কাশিপুর গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ১৫ বছর ধরে তিনি বাবার বাড়িতেই থাকতেন। আহত দু’জন হলেন- পিনিসার ভাই রেহট মিয়া ও তার স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি কাজী শাহনেওয়াজ জানান, পিনিসার এক খণ্ড জমি নিয়ে প্রতিবেশী এরশাদ মিয়া ও সালেক মিয়ার সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল। সেই জমি নিয়ে সকালের দিকে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের সূত্রপাত হয়। এসময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন পিনিসা। তার ভাই এবং ভাইয়ের স্ত্রীও আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পিনিসাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
সারাবাংলা/এমও