আর টুইটারে ফিরতে চান না ট্রাম্প
২৬ এপ্রিল ২০২২ ১৮:২৩
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আর মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে ফিরতে চান না। খবর ফক্স নিউজ।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি সাত দিনের মধ্যে তার নিজস্ব ‘ট্রুথ সোশ্যাল’ নামে নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যমে যোগ দেবেন।
তিনি আরও বলেন, ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর তার অ্যাকাউন্ট ফের খুলে দেওয়া হলেও তিনি আর সেখানে ফিরতে চান না। মাস্ক ভালো মানুষ এবং তিনি প্ল্যাটফর্মের উন্নয়ন ঘটাবেন এমনটাই আশা করছেন ট্রাম্প।
এর আগে, ২০২১ এর জানুয়ারিতে স্থায়ীভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘ট্রাম্পের টুইটগুলো সহিংসতা উসকে দেওয়ার মতো, তাই ঝুঁকি বিবেচনায় তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।’
সে সময় পছন্দের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিতাড়িত হয়ে ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করেছেন। তবে সফল হয়নি। ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ নামের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম চালু করার এক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। এখন শুধুমাত্র মার্কিন গ্রাহকদের জন্য ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটি খোলা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা সিইও ইলন মাস্কের কাছে টুইটারের মালিকানা হস্তান্তরে প্রতিষ্ঠানটির বোর্ড সম্মত হয়। প্রস্তাবনা অনুসারে, টুইটারের শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের মূল্য হিসেবে নগদ ৫৪ দশমিক ২০ ডলার করে পাবেন।
সারাবাংলা/একেএম