Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো ইউক্রেনে ভারী অস্ত্র পাঠাচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২২ ২১:২৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১০:১২

ইউক্রেনে ভারী অস্ত্রশস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। ইউক্রেনে রুশ হামলার আগে-পরে এই প্রথম প্রাণঘাতী অস্ত্র পাঠাতে রাজি হলো বার্লিন। সংঘাতপূর্ণ এলাকায় প্রাণঘাতী অস্ত্র না পাঠানোর নীতি বিসর্জন দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বার্লিন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট জানান, তার সরকার ইউক্রেনে জেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাংক পাঠাতে যাচ্ছে। এ ট্যাংকগুলো জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান কেএমডব্লিউ-এর তৈরি।

বিজ্ঞাপন

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর কিয়েভে অস্ত্র সহায়তা পাঠানোর জন্য চাপে পড়ে বার্লিন। এর আগে অবশ্য ইউক্রেনে সামরিক হেলমেটের মতো যুদ্ধসরঞ্জাম পাঠিয়ে সমালোচিত হয়েছিল জার্মান সরকার। যুদ্ধের প্রায় দুই মাস পর ইউক্রেনে প্রাণঘাতী ভারী অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিলো জার্মানি। জার্মানির এমন সিদ্ধান্তের ফলে ইউক্রেনে বিশ্বের অন্যান্য দেশ সামরিক সহায়তা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কিয়েল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর সিকিউরিটি পলিসির অনাবাসিক ফেলো মার্সেল ডিরসুস এ ব্যাপারে বলেন, জার্মানির পাঠানো অস্ত্র যুদ্ধক্ষেত্রে কতটুকু পার্থক্য গড়বে তাতে এ সিদ্ধান্তের তাৎপর্য বুঝা যাবে না। এই সিদ্ধান্তের আসল তাৎপর্য হলো—ইউরোপের বৃহত্তম অর্থনীতি ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে সিরিয়াস হয়ে উঠেছে—এই বার্তা প্রেরণ। এর অর্থ হলো, ইউক্রেনের জন্য আরও সাহায্য আসছে।

সারাবাংলা/আইই

ইউক্রেন জার্মানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর